ভারতে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু

জিবি নিউজ 24 ডেস্ক //

ভারতের উত্তরাখণ্ডে ভারি বৃষ্টি এবং আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছে যে, বন্যাকবলিত এলাকায় এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আরও বহু মানুষের মৃত্যু হতে পারে। খবর এনডিটিভির।

বন্যা পরিস্থিতি নিয়ে কাজ করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামির বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ভারি বৃষ্টি, বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাড়ি-ঘর, রাস্তা-ঘাট এবং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

উদ্ধার ও তল্লাশি অভিযানে সেনাবাহিনীর তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামি, শিক্ষামন্ত্রী দান সিং রাওয়াত এবং রাজ্যে শীর্ষ পুলিশ কর্মকর্তারা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কৃষিজমি এবং ফসলি জমির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মুকতেশ্বর এবং খেইরনা এলাকায় ভবন ধসে পড়ার ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে এবং উধাম সিং নগরে একজন বন্যার পানিতে ভেসে গেছেন বলে খবর পাওয়া গেছে। এর আগে সোমবার পাঁচজনের পাঁচজনের মৃত্যু হয়। এদের মধ্যে তিনজন শ্রমিক। তারা নেপালের নাগরিক। সোমবার চাম্পাওয়াত জেলায় ভবন ধসে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন