জিবি নিউজ 24 ডেস্ক //
সিলেটের জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র “নব নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও সংগঠনের উদ্যোগে জিসিএসই ও এ লেভেল পরিক্ষায় উর্ত্তীন ছাত্র ছাত্রীদেরকে এওয়ার্ড অনুষ্ঠান” সম্পন্ন হয়েছে।
গত ১৭ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অংশনেন সংগঠনের সদস্যসহ এওয়ার্ড প্রাপ্ত ছাত্রÑছাত্রীদের অভিভাবকগন।
সংগঠনের সভাপতি মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্বে এবং সহ সভাপতি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ এর যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নির্বাহী সদস্য মাওলানা হাফিজ আবুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু, অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার মোঃ আহবাব হোসেন, মেয়র জন বিগস, ডেপুটি মেয়র কাউন্সিলার মতিনুজ্জামান, বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলার এস এম জাকারিয়া, জি এস সি ইউকের চেয়ারম্যান ব্যারিষ্টার আতাউর রহমান, ইউকে বাংলা প্রেস ক্লাবের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী,
দারুল হাদিস লতিফিয়া লন্ডনের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, সাবেক উপদেষ্ঠা মাওলানা শেহাব উদ্দিন, আই অন টিভির সিও আতা উল্লাহ ফারুক, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল বাছিত চৌধুরী, ডাঃ এনায়েত চৌধুরী পিন্টু, মাওলানা হাফিজ আব্দুল জলিল, তানজির আহমদ ৷
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য সাবেক সভাপতি মসিউর রহমান শাহিন, সহ সভাপতি শামীম শাহান, সেলিম আহমদ তাপাদার, কোষাধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মাছুম, সহ সাধারণ সম্পাদক- হাসনাত চৌধুরী, মোঃ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক- শাহ নেওয়াজ বদরুল, মোঃ দেলওয়ার হোসেন, মোঃ কামরুল আজিজ, মোঃ ময়নুল হক, প্রচার সম্পাদক- ছাইদুর রহমান শাহেদ, সহ প্রচার সম্পাদক- মুর্শেদ চৌধুরী, ধর্ম সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী, সদস্য সম্পাদক- নাছির উদ্দিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক মোঃ দেলওয়ার লস্কর দিনার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার লস্কর ফারদিন, সহ আন্তর্জাতিক সম্পাদক শাহরুল আমিন চৌধুরী শাকিল, মহিলা সম্পাদিকা তানজিনা বেগম চৌধুরী,
নির্বাহী সদস্য মোঃ আব্দুল লতিফ লছনু, সদস্য তমাল মজুমদার, হাফিজ জুবায়ের আহমদ, মাওলানা জাকারিয়া আহমদ, নাহিদ হাসান লস্কর, শাহেদ খাঁন,সাইফ মেহদী রহমান, মোঃ আব্দুল হাই চৌধুরী, মোহাম্মদ আবু-তাহির, আইয়ুব আবু-জাহির, মোঃ ইমাদুল হক লতিফ প্রমূখ ৷ অনুষ্ঠানে আটচল্লিশ জন ছাত্র ছাত্রীদেরকে অতিথিদের মাধ্যমে এওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয় ৷ পরে সংগঠনের নব নির্বাচিত কমিটির সব সদস্যবৃন্দের পরিচিতি প্রদান করা হয় ও সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয় ৷ অনুষ্ঠানে ছাত্র ছাত্রী, অভিবাবক সহ বিপুল সংখ্যাক মানুষ উপস্থিত ছিলেন ৷
সংগঠনের নেতৃবৃন্দ বলেন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে ২০০১ ইংরেজীতে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ দেশে ও বাংলাদেশে সব সময় বিভিন্ন ভাবে সুন্দর ও সফল ভাবে কার্যক্রম পরিচালিত করে আসছে ৷ বিশেষ করে দ্বিতীয় বার ছাত্র ছাত্রীদেরকে এওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হল ৷ সবার সার্বিক সাহায্য ও সহযোগীতা পেলে আগামীতে আর ও সক্রিয় ভাবে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ ৷ সংগঠনের পক্ষ থেকে অতিথি বৃন্দকে ধন্যবাদ জানানো হয় ৷
সম্মানীত অতিথি বৃন্দ বলেন- ইউকে তে উল্লেখযোগ্য সামাজিক সংগঠনের মধ্যে অন্যতম একটি সামাজিক সংগঠন হল “জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে” ৷ এই সংগঠনের সার্বিক কার্যক্রমের মূল্যায়ণ করে আমরা সব সময় আপনাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হই ৷ অতিথি বৃন্দ সংগঠনের সার্বিক কার্যক্রমের বিশেষ করে এওয়ার্ড অনুষ্ঠানের প্রশংসা করে বলেন আশা করি অতীতের মত আগামীতে ও সার্বিক কার্যক্রম সুন্দর ও সফল ভাবে পরিচিলনা করতে সক্ষম হবেন ৷ পরিশেষে সংগঠনের সার্বিক সফলতা কামনা করে সংগঠনের নেতৃবৃন্দকে ও ধন্যবাদ জানান ৷
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন