জিবি নিউজ 24 ডেস্ক //
সামরিক এবং প্রতিরক্ষা খাতে ইরান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক খুবই অনুকূল অবস্থায় রয়েছে। রুশ সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি ভ্যাচিলিয়েভিচ গেরাসিমভের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে ইরানের সামরিক বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি এ কথা বলেছেন।
এসময় বাকেরি তার দেশ ও রাশিয়ার মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন।
রুশ সরকার নিয়ন্ত্রিত রাশিয়ার-২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই আহ্বান জানান জেনারেল বাকেরি।
তিনি বলেন, সামগ্রিক বিচারে এ কথা বলা যায় যে, ইরান এবং রাশিয়ার সম্পর্ক দিন দিন সর্বক্ষেত্রে গভীর ও জোরদার হচ্ছে।
ইরানের সেনাপ্রধান বলেন, সামরিক এবং প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক খুবই অনুকূল অবস্থায় রয়েছে।
রুশ সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি ভ্যাচিলিয়েভিচ গেরাসিমভের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, ওই বৈঠকে দ্বিপক্ষীয় সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক বিস্তারের ধরন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু এবং সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন