রাশিয়ায় বারুদের কারখানায় বিস্ফোরণ-আগুনে নিহত ১৬

জিবি নিউজ 24 ডেস্ক //

রাশিয়ায় একটি বারুদের কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়েছে, গুরতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ জন। ফায়ার সার্ভিস কর্মীরা ১২ টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

শুক্রবার (২২ অক্টোবর) দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রায়াজানে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ার বৃহত্তম বার্তাসংস্থা তাস।

 

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, যে কারখানায় এই বিস্ফোরণ ঘটেছে, সেটির অবস্থান রায়াজান প্রদেশের লেসনয়ে গ্রামে। রাজধানী মস্কো থেকে লেসনয়ের দূরত্ব মাত্র ৩০০ কিলোমিটার।

এক বিবৃতিতে রায়াজানের প্রাদেশিকর সরকার জানিয়েছে, বিস্ফোরণ ঘটার সময় কারখানাটিতে ১৭ জন শ্রমিক কাজ করছিলেন।

বিস্ফোরণের কারণ সম্পর্কে বিবৃতিতে বলা হয়, ‘ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকার ফলেই ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা।’

তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি যথেষ্ট শক্তিশালী ছিল; কারখানাটি প্রায় সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের ভবনের দেওয়ালও।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন