ভারতকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

জিবি নিউজ 24 ডেস্ক //

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকেটবিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই লড়াইয়ে টসে জিতে কোহলিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

দুই দলের লড়াইয়ে এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এর আগের ৫ সাক্ষাতে জয় পেয়েছে ভারতীয় দল। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে দুই ৮ বারের দেখায় ভারত এগিয়ে ৭-১ ব্যবধানে। আর হিসাবটা যদি ৫০ ওভারের বিশ্বকাপসহ ধরা হয় তাহলে ব্যবধান দাঁড়ায় ১২-০, ভারতের পক্ষে! ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টির শিরোপা ভারত জিতেছিল ফাইনালে পাকিস্তানকে হারিয়েই।

সম্পর্কিত খবর

পরিসংখ্যানে ভারতকেই অবধারিত ফেভারিট মনে হতে পারে। কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পরিসংখ্যান কোনো কাজেরই নয়। কারণ টি-টোয়েন্টির পারফরম্যান্সের দিক থেকে ভারতের চেয়ে আবার পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম বেশ ভালো। তাছাড়া আজকাল আইসিসির ইভেন্ট ছাড়া দুই দলের মুখোমুখি সাক্ষাৎ হয় না।

ভারতের একাদশ

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, সূর্যকুমার যাদব, ভুবনেশ্বর কুমার।

পাকিস্তানের একাদশ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হাসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, আসিফ আলী, হারিস রৌফ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন