জালালুর রহমান,জুড়ী(মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ীতে (১১/নভেম্বর/২০২১ইং)আসন্ন ৫ নং জায়ফল নগর ইউনিয়ন পরিষদ নির্বাচন আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রাথী সাবেক ৫ বারের চেয়ারম্যান মরহুম আব্দুল খালিক চৌধুরীর,সুযোগ্য উত্তর সৃরী মোঃ জায়েদ আনোয়ার চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নিজ বাড়িতে।আয়োজনে সর্বস্তরের জনসাধারণ ৫নং জায়ফরনগর ইউনিয়ন, গত শনিবার রাত ৭ঃ৩০ ঘটিকায় (২৩/নভেম্বর/২০২১ইং) জুয়েল রানা এবং আবুল খায়ের সায়মন এর যৌথ সঞ্চালনায় ও জায়েদ আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসুক আহমেদ (বর্তমান চেয়ারম্যান ফুলতলা ইউনিয়ন) সাধারণ সম্পাদক জুড়ী উপজেলা আওয়ামী লীগ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুস ছালাম সভাপতি, জায়ফরনগর ইউনিয়ন,আব্দুল কাদির দারা সাধারণ সম্পাদক জায়ফরনগর ইউনিয়ন,জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক আলী,গ জুড়ী উপজেলা শাখা, মুহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী,আব্দুল খালিক সুনা সহ সভাপতি আলী.গ জুড়ী উপজেলা শাখা,জাকির হোসেন কালা সহ সভাপতি আলী.গ জুড়ী উপজেলা শাখা,এডভোকেট সৈকত ইসলাম চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ খলিলুর রহমান সাবেক ডাকসু ভিপি বিএনপি,ইমরুল ইসলাম,বদরুল ইসলাম জেলা পরিষদ সদস্য,সুলেমান চৌধুরী, মামুনুর রশিদ সাজু সভাপতি যুবলীগ জুড়ী উপজেলা শাখা,আহমেদ কামাল ওহিদ সহ সভাপতি,সেখরুল ইসলাম সাধারণ সম্পাদক,চিকন মিয়া,শাহাবউদ্দীন শাবেল সভাপতি ছাত্রলীগ জুড়ী উপজেলা শাখা,ইকবাল ভুঁইয়া উজ্জ্বল সাধারণ সম্পাদক ছাত্রলীগ জুড়ী উপজেলা শাখা,আব্দুল লতিফ, আব্দুল সত্তার,আইয়ুব মিয়া, চুনু মিয়া, পিশুষ কান্তি দাশ,এসান আলী,,ফজলু মিয়া,আবু মিয়া,ফিরুজ মিয়া,আইয়ুব উল্লা,আব্দুল মনাফ,মাসুক মিয়া, সুভাষ বিশ্বাস,ফয়সাল আহমদ প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন