রাজনগর উপজেলার আকলের বাজারে কুমিল্লার নানুয়ার দীঘিরপাড় পূজা মন্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার আসামী ইকবাল হোসেন গ্রেফতারের বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে জামাত শিবির,বিএনপি সমর্থকেরা উজ্জল নামে এক যুবক কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ অক্টোবর) ২০২১ইং, সন্ধায় উপজেলার আকলের বাজারে। অভিযোগে জানাযায় দুপুরে বিএনপি কর্মী পাঁচগাও ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর মিয়া (৩০) প্রকাশ্যে আলোচনা করছিলো আওয়ামীলীগ,ছাত্রলীগ নির্বাচনে জয় লাভ করার জন্য কুমিল্লায় সাম্প্রদায়ীক ঘটনার সূূূূত্রপাত ঘটিয়েছে। তখন উজ্জল বলেছিলো গ্রেফতারকৃত আসামী ইকবাল হোসেনই এই কোরআন রেখেছে। এবং তা জামাত শিবির, বিএনপির লোকেরাই করিয়েছে। এই বিষয় নিয়ে কথা কাটাকাটি করে উজ্জল মিয়া তার বাড়িতে চলে যায়। সন্ধায় উজ্জল আবার বাজারে আসলে জামাত বিএনপি সমর্থীত আকলের বাজার কমিটির সভাপতি ও সাবেক পাঁচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি রব মিয়া (৫৮) এর নির্দেশে ১নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর মিয়া (৩০),ঝুনুর মিয়া (৪০), দুদু মিয়া (৪৫),মিন্টু মিয়া (২০),তারেক মিয়া (১৯) সহ আরো অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন হাতে রামদা,দা,লোহার রড,রুল,ও লাঠিসোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। পরে উজ্জল মিয়া আত্নরক্ষার জন্য মারাত্বক ভাবে আহত অবস্থায় আকলের বাজারের মোল্লা মার্কেটের ভিতরে গিয়ে আশ্রয় নেয়। পরে আহত উজ্জল কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হলে পরে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন