জিবি নিউজ 24 ডেস্ক //
সুইমিং পুলের জলে শুয়ে আছেন তিনি। তার গায়ে কালো রঙের স্নানের পোশাক। আনমনে তাকিয়ে আছেন দূরে। তার পেছনে রয়ছে সমুদ্র। এমনই একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।
শনিবার (২৩ অক্টোবর) ইনস্টায় ছবিটি আপলোড করেন তিনি। ক্যাপশনে দিয়েছেন একটি পরামর্শ। লিখেছেন, ‘হাল ছেড়ো না। কারণ পৃথিবী তোমার সেরাটা পেতে চায়’।
আকর্ষণীয় অবয়বে শ্রাবন্তীর এই ছবি নজর কেড়েছে অনুসারীদের। ইতোমধ্যে ৫১ হাজারের বেশি লাইক পড়েছে এতে। সঙ্গে শত শত মন্তব্য তো রয়েছেই। কেউ লিখেছেন, ‘সো কিউট’, কেউ আবার ভয় দেখিয়ে বলেছেন, ‘জলে কুমির আছে’। আবার কটাক্ষ করে এক অনুসারী লিখেছেন, ‘নতুন বিয়ে কবে করছো?’
ছবিটি কোথায় তুলেছেন, সে বিষয়ে কিছু জানাননি শ্রাবন্তী। তবে কিছু দিন আগে মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন তিনি। সঙ্গে ছিল ছেলে অভিমন্যু ও তার প্রেমিকা দামিনী। এছাড়া শ্রাবন্তীর বর্তমান প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও ছিলেন বলে শোনা যায়। ধারণা করা হচ্ছে, মালদ্বীপ সফরেই এই ছবিটি তুলেছেন অভিনেত্রী।
এদিকে শ্রাবন্তীর বর্তমান ব্যস্ততা সিনেমা নিয়েই। যদিও পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। তবে জিততে পারেননি। তাই পুনরায় সিনেমায় ব্যস্ত হয়েছেন।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘লকডাউন’। বর্তমানে কাজ করছেন বেশ কয়েকোটি সিনেমায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘বীরপুরুষ’, ‘নবজীবন বীমা কোম্পানি’, ‘কাবেরী অন্তর্ধান’, ‘খেলাঘর’, ‘ধাপ্পা’ ইত্যাদি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন