জিবি নিউজ 24 ডেস্ক //
পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় আদালত এহতেশামুল হক ওরফে ভোলার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আজ রোববার বিকেলে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী কে এম সাইফুল ইসলাম। শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান আবেদন নামঞ্জুর করেন।
ভোলার আইনজীবী বলেন, ‘শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। আমরা এ আদেশের বিরুদ্ধে আপিল করব।’
গত শনিবার ভোররাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বেনাপোল থেকে ভোলাকে গ্রেপ্তার করে। পরে বিকেলে চট্টগ্রাম আদালতে হাজির করেন। এরপর সন্ধ্যায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তিতে বাবুল আক্তারের নির্দেশে মাহমুদা খানম মিতুকে হত্যার কথা স্বীকার করেন তিনি।
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। এ ঘটনায় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পিবিআই এ বছরের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়।
ওই দিন মাহমুদার বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। বর্তমানে পিবিআই মামলাটি তদন্ত করছে।
মিতুর বাবার দায়ের করা এ মামলায় ১৫ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন লাভ করেন ভোলা। জামিনের মেয়াদ শেষে মহানগর দায়রা আদালত ১৪ অক্টোবর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি আত্মগোপনে থাকাকালে শনিবার ভোররাতে গ্রেপ্তার হন।
এর আগে ২০১৬ সালের ২৭ জুন নগরের বাকলিয়া থেকে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হন ভোলা। অপরদিকে মিতু হত্যার ঘটনায় ২০১৬ সালে সাবেক এসপি বাবুল আক্তারের মামলায় ভোলা ২০১৯ সালের ১৯ ডিসেম্বর জামিনে মুক্তি পান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন