জিবি নিউজ 24 ডেস্ক //
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে মুখোমুখি স্কটল্যান্ড আর আফগানিস্তান। সোমবার (২৫ অক্টোবর) শারজাতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি।
আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, আসঘর আফগান, মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, নাভিন উল হক, মুজিব উর রহমান।
স্কটল্যান্ড একাদশ
কাইল কোয়েতজার (অধিনায়ক), জর্জ মুনসে, কলাম ম্যাকলিয়ড, রিচি বেরিংটন, ম্যাথিউ ক্রস, মাইকেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন