শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার ১২ কেজি স্বর্ণ উদ্ধার

জিবি নিউজ 24 ডেস্ক //

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত বাংলাদেশ বিমানের কার্গো ফ্লাইট থেকে ১২ কেজে স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ বিমানবন্দরে অবৈধ স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের কার্গো ফ্লাইট বিজি-৪১৪৮ -এর কার্গো হোল থেকে১২ কেজি স্বর্ণ উদ্ধার করে জব্দ করা হয়েছে।

অবৈধভাবে আমদানি করা এই বিপুল পরিমান স্বর্ণ উদ্ধারের ঘটনা বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করবে সংস্থাটি। এ সময়ে তারা এই বিষয়ে বিস্তারিত জানাবে।

দেশের অন্যতম বড় এই আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায়ই অবৈধ স্বর্ণের চালান ধরা পরে শুল্ক গোয়েন্দাদের হাতে।

প্রায় প্রতিদিনই অবৈধভাবে বিদেশ থেকে আসা স্বর্ণ উদ্ধার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে। কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেছেন, যত সোনা ধরা পড়ছে, তার কয়েক গুণ বেশি সোনা পাচার হয়ে যাচ্ছে। তবে সময়ের সাথে পাচার কমবেশি হলেও তা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। এসব চালান সাধারণত দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন