সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, বাড়তে পারে বৃষ্টি

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

আগামী দু’একদিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুহুল কদ্দুছ এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে।

 

ঢাকার আবহাওয়ার বিষয়ে তিনি বলেন, সকাল বা বিকেলে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এটাকে কুয়াশা বলা যাবে না। একদিকে আবহাওয়া শুষ্ক, মেঘলা আকাশ, অপরদিকে ঢাকায় বায়ু দূষিত হওয়ায় সবমিলিয়ে এমনটি হতে পারে। ঢাকায় ডিসেম্বরে শীতের দেখা পাওয়া যেতে পারে বলেও জানান তিনি।

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

আগামী তিন দিনের বৃষ্টির তথ্যে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় কোথাও তেমন কোনো বৃষ্টিপাত হয়নি।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন