জিবি নিউজ 24 ডেস্ক //
ধুপখোলা মাঠ নিয়ে নানা বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, সেই মাঠের নকশাসহ বিস্তারিত তথ্য-উপাত্ত অবমুক্ত করার পর তরুণ প্রজন্ম এখন অত্যন্ত উদ্দীপিত।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির দ্বিতীয় পরিষদের দশম বোর্ডসভায় এ কথা বলেন শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ প্রজন্মের ব্যাপক আগ্রহ, উৎসাহ আমরা প্রত্যক্ষ করছি। অনেক কিছুতেই আমরা বাধাগ্রস্ত হই। কিন্তু যখন আমরা পরিপূর্ণভাবে জনগণের মধ্যে তথ্য-উপাত্ত তুলে ধরতে পারি, তখন তা সমাদৃত হতে বাধ্য। কারণ আমরা সুষ্ঠু ও ন্যায়নিষ্ঠভাবে কাজগুলো করে চলেছি।
বোর্ডসভায় করপোরেশনের কাউন্সিলররা ছাড়াও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন