জিবি নিউজ 24 ডেস্ক //
উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের ‘ডি’ গ্রুপের খেলা শুরু হচ্ছে বুধবার (২৭ অক্টোবর)। প্রথম দিনেই বাংলাদেশের মুখোমুখি মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। উজবেকিস্তানের তাসখন্দের জার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কোচ মারুফুল হক বলেছেন, ফিফা র্যাংকিংয়ে প্রতিপক্ষরা আমাদের চেয়ে এগিয়ে। তবে মাঠে আমরা নামবো জয়ের জন্যই। আমাদের এই দলে জাতীয় দলের ৬ খেলোয়াড় আছেন। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া আমাদের দলটি। প্রথম ম্যাচের প্রতিপক্ষ কুয়েত বেশ শক্তিশালী। আমরা খেলবো জয়ের জন্যই।
অধিনায়ক টুটুল হোসেন বাদশা বলেছেন, কুয়েতের বিপক্ষে ভালো ফল পেতে আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলবো। আশা করি ভালো ফলাফল করতে পারবো।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৩০ অক্টোবর উজবেকিস্তানের বিপক্ষে এবং শেষ ম্যাচ সৌদি আরবের বিপক্ষে ২ নভেম্বর।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
পাপ্পু হোসেন, মিতুল মারমা, মাহফুজ হাসান প্রীতম, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, মনির আলম, মোহাম্মদ হৃদয়, টুটুল হোসেন বাদশা, সবুজ হোসাইন, রুস্তম ইসলাম, ইসা ফয়সাল, মানিক হোসেন মোল্লা, আবু সাইদ, পাপন সিং, এনামুল হক, মারাজ হোসেন অপি, মাহবুবুর রহমান সুফিল, ফয়সাল আহমেদ ফাহিম, জমির উদ্দিন, রহিম উদ্দিন, সাব্বির আহমেদ ও ইউসুফ জুলকারনাইন হক।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন