বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, দেশের প্রবাীন আইনজীবী ও রাজনীতিবিদ এডভোকেট আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
বুধবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তারা বলেন, এডভোকেট আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে আইন অঙ্গনের যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরনীয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন