আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে
ছাতক পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলীকে সাময়িক
বরখাস্থ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় বিভাগের উপ-
সচিব মোহাম্মদ ফারুক হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক
বরখাস্থের আদেশ দেওয়া হয়। গতকাল বৃহম্পতিবার সাময়িক বরখাস্থের আদেশের
বিষয়টি পৌর সচিব খঁান মো. ফারাভী নিশ্চিত করেন।
উল্লেখ্য, পৌরশহরে চলাচলরত ইজিবাইক ষ্ট্যান্ড থেকে অবৈধ চঁাদা আদায়ের বিষয় নিয়ে
গত ২২ আগষ্ট মহিলা কাউন্সিলর কাকলী মেয়রের কক্ষে প্রবেশ করে বাক-বিতন্ডায়
জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কাউন্সিলর কাকলী অকথ্য ভাষায় গালাগাল সহ মোবাইল
ফোনে তার স্বামী ও স্বজনদের ডেকে এনে পৌর কার্যালয়ে ভাংচুর চালান। এমন
অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ আগষ্ট পৌরসভা কর্মচারী দিপ্ত বনিক বাদী হয়ে
দ্রুত বিচার আইনে নারী কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীসহ তার স্বামী ও
তার দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সম্প্রতি
কাউন্সিলর কাকলীকে অভিযুক্ত করে সুনামগঞ্জ আদালতে থানা পুলিশ অভিযোগপত্র
(চার্জশীট) দাখিল করে। যে কারনে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক তাছলিমা
জান্নাত কাকলীকে ফৌজদারি মামলার আসামী হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা
হয়।
এদিকে, বুধবার পৌরসভার মাসিক সভায় পৌরসভার প্যানেল মেয়র-৩ তাছলিমা
জান্নাত কাকলী বরখাস্ত হওয়ায় (১,২,৩) নং সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা.নুরেছা
বেগমকে প্যানেল মেয়র-৩ ও (৪,৫,৬) এর সংরক্ষিত কাউন্সিলরের যাবতীয় দায়িত্ব পালনে
সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র
আবুল কালাম চৌধুরী, প্যানেল মেয়র-১ তাপস চৌধুরী, প্যানেল মেয়র-২ জসিম
উদ্দিন সুমেন, কাউন্সিলর ইরাজ মিয়া, লিয়াকত আলী, নাজিমুল হক, ছালেক
মিয়া, শফিকুল ইসলাম, রশিদ আহমদ খসরু, মো.আফরোজ মিয়া, সংরক্ষিত
কাউন্সিলর নুরেছা বেগম ও রত্না রানী মালাকার প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন