হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াস হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বুধবার (২৭শে অক্টোবর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
রাজনৈতিক জীবনে মিয়া মোহাম্মদ ইলিয়াস ছিলেন বিএনপির এক অতন্দ্র প্রহরী। বহু আন্দোলন সংগ্রামের অকুতোভয় এক জিয়ার সৈনিক মরহুম মিয়া মোহাম্মদ ইলিয়াসের মৃত্যতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব।
শোক বার্তায় আহমেদ আলী মুকিব বলেন,মিয়া মোহাম্মদ ইলিয়াসের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বার্তায় মুকিব বলেন, মরহুম মিয়া মোহাম্মদ ইলিয়াসের মৃত্যুতে হবিগঞ্জ সহ বিএনপি পরিবার একজন অকুতোভয় জাতীয়তাবাদী নেতাকে হারালো। আগামী দিনের আন্দোলন সংগ্রামে জিয়া পরিবার তাকে মিস করবে।মিয়া মোহাম্মদ ইলিয়াস বেচে থাকবেন আমাদের আন্দোলন সংগ্রামে চির সঙ্গী হয়ে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন