স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে প্রার্থীরা প্রচার প্রচারনায় ব্যস্ত। বাড়ি বাড়ি গিয়ে দোআ নিচ্ছেন প্রার্থীরা। সেই প্রচার প্রচারনায় নিজেদের পছন্দের প্রার্থীকে সমর্থন জানাতে যোগ দিচ্ছেন সমর্থকেরাও। মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী জুবায়ের আহমদ জুবেরের জমে উঠেছে প্রচার,প্রচারনা। সমর্থকদের সমর্থনে প্রচার, প্রচারনায় এগিয়ে রয়েছেন তিনি।
বাড়ি বাড়ি গিয়ে দোআ নিচ্ছেন জুবায়ের আহমদ। জুবায়ের আহমদ একজন সামাজিক ব্যক্তিত্ব,তিনি বরাবরি সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত, রাস্তা,ঘাট সংস্কার, খেলাধুলা, শিক্ষা,টিউভওয়েল স্থাপনা থেকে ধরে সব কিছুতেই সহযোগীতা করে আসছেন তিনি। এই পর্যন্ত ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তার উন্নয়নমূলক কাজ করতে দেখা গিয়েছে উনাকে। বেশ কয়েকটি জায়গায় পানি সংকটে থাকা মানুষদের পানির ব্যবস্থাও করে দিয়েছেন টিউভওয়েল স্থাপনের মধ্যদিয়ে।খেলাধুলায় উনার অবদান ব্যপক উর্ধ্বে। উনার এই ধরণের কার্যক্রম দেখে অনেক উপকারভোগীরাই বলছেন একজন জনপ্রতিনিধির কাছ থেকে আমরা যা পাওয়ার আশা ছিলো সেই আশা টুকো জুবায়ের আহমদ পূরণ করে দিয়েছেন। পরিশেষে চেয়ারম্যান পদ-প্রার্থী জুবায়ের আহমদ জুবের ৮নং কনকপুর ইউনিয়ন বাসির সর্বস্থরের জনসাধারণের কাছে দোআ চান এবং সহযোগীতা চান। সবাই উনাকে ভোট দিয়ে জয় যুক্ত করে ইউনিয়ন বাসির জন্য আরও দ্বীগুন সেবা করার সুযোগ করে দিবেন এটাই প্রত্যাশা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন