ভালবাসার নদী


 জেবু নজরুল ইসলাম।

> ভালবাসার নদী ছিলো সেই নদীটি বিলীন হলো
> কোথায় গেলো কোথায় গেলো সেই নদীটি।
>
> সকাল বিকাল নদীর পাড়ে বসে থাকতাম মনের সুখে
> কোথায় গেলো কোথায় গেলো সেই নদীটি।
>
> সেই নদীটির উষ্ণ জলে ডুবে থকতাম অতল তলে
> কোথায় গেলো কোথায় গেলো সেই নদীটি।
>
> রাশি রাশি মুক্তা হাতে ফিরে আসতাম নিয়ে সাথে
> কোথায় গেলো কোথায় গেলো সেই নদীটি।
>
> সেই নদীটির অপর পাড়ে চলে যেতাম ডুব সাঁতারে
> কোথায় গেলো কোথায় গেলো সেই নদীটি।
>
> সেই নদীর স্রোতের ধারায় হৃদয় আমার যেতো হারায়
> কোথায় গেলো কোথায় গেলো সেই নদীটি।
>
> পাহাড় পর্বত বনে বনে খুঁজি আমি আপন মনে
> কোথায় গেলো কোথায় গেলো সেই নদীটি।
>
> যখন তখন মনে পড়ে নীরব মনে অশ্রু ঝরে
> কোথায় গেলো কোথায় গেলো সেই নদীটি।
>
> ভালবাসার নদী আমার আসবে না আর ফিরে আবার
> কোথায় যেনো হারিয়ে গেলো ভালবাসার সেই নদীটি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন