জিবি নিউজ 24 ডেস্ক //
৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেক করোনা টিকার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। শুক্রবার এফডিএ এ অনুমোদন দিয়েছে।
খবরে বলা হয়েছে, এর ফলে ২৮ মিলিয়ন মার্কিন শিশু টিকার আওতায় আসতে পারবে, যাদের অনেকেই ইতোমধ্যে স্কুলে ফিরেছে।
গত মঙ্গলবার এফডিএ এর উপদেষ্টাদের একটি প্যানেল ফাইজার-বায়োএনটেক টিকা অনুমোদনের সুপারিশ করে ভোট দেওয়ার পরই এ সিদ্ধান্ত এসেছে। শিশুরা কীভাবে এই টিকা পাবে বা কী ডোজে দেওয়া হবে, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয়া হবে যে কীভাবে দেয়া হবে টিকা। মঙ্গলবার এই নিয়ে বৈঠকে বসবেন বিশেষজ্ঞ কমিটি। তারপরই সিদ্ধান্ত।
মার্কিন প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, টিকা ছাড়াই অনেক শিশুই স্কুলে গিয়ে ক্লাসও শুরু করে দিয়েছে। সংক্রমণ থেকে বাঁচাতে শিগগিরই এই শিশুদের টিকা দেওয়ার লক্ষ্য সরকারের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন