শিগগিরই তৈরি হচ্ছে স্টার্টআপ পলিসি: পলক

জিবি নিউজ 24 ডেস্ক //

শিগগিরই স্টার্টআপ পলিসি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ড (বিগ) ২০২১ এর সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের স্টার্টআপগুলো যাতে সহজেই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে স্টার্টআপ পলিসির কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি কাজের টেন্ডারে খেয়াল করি ৮-১০ বছর অভিজ্ঞতা চাওয়া হয়। অথবা নানা ধরনের সম্পদ চাওয়া হয় কিন্তু স্টার্টআপের ক্ষেত্রে যাতে এমন সম্পদের শর্তের বদলে মেধাভিত্তিক সম্পদের ব্যবহার করা হয়। এমন বিষয়গুলো প্রাধান্য দিয়ে এই পলিসি তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া প্রকল্পের পরিচালক ও যু্গ্মসচিব মো: আব্দুর রাকিব।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন