জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজার জেলা পরিষদের উপ-নির্বাচন আগামী ২০ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন পরিচালনা-২ উপ সচিব মো. আতিয়ার রহমান সময়সূচি ঘোষণা করেন।
সময়সূচির পত্রে উল্লেখ করা হয়, জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ১০ (৩) অনুযায়ী ২০ অক্টোবর (মঙ্গলবার) ভোট গ্ৰহণের দিন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণের জন্য নির্বাচন কমিশনার নির্দেশনা প্রদান করেছেন।
নির্দেশনায় বলা হয়েছে, ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আজ তফসিল ঘোষণা করেছি। ২৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। বর্তমানে পদটির ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুয়ানা সুমি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন