জিবি নিউজ 24 ডেস্ক //
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, তবে এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের বাকি দুই ম্যাচ আর খেলা হচ্ছে না তার।
জানা গেছে, সাকিব এখন যে অবস্থায় আছেন, তাতে কোনোভাবেই তার বাকি দুই ম্যাচ খেলা সম্ভব হবে না। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২ নভেম্বর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকা এবং ৪ নভেম্বর দুবাইতে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। টানা তিন ম্যাচ হেরে ইতিমধ্যেই সেমির স্বপ্ন বলতে গেলে শেষ হয়ে গেছে টাইগারদের।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে টান পড়ে সাকিবের। চোট নিয়েই ব্যাটিং ও বোলিং করেন তিনি। ম্যাচ শেষে সাকিবকে দুইদিন বা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজম্যান্ট।
তাতে প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি সাকিবের। তাই বিশ্বকাপের বাকি দুই ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। টিম হোটেল ছেড়ে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে তিনি পরিবারের কাছে চলে যাবেন বলে জানা গেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন