মৌলভীবাজারে লিটু স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ (সিজন-৯) এর আনন্দ র‍্যালী হয় অনুষ্ঠিত

লিটু স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ (সিজন-৯) এর আনন্দ র‍্যালী হয় অনুষ্ঠিত হয়  আগামীকাল থেকে শুরু হবে টুর্নামেন্টের এবারে আসরে মৌলভীবাজারের ৫১ টি দল নিয়ে,আজকের র‍্যালীতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও সিপি এ এমের উপদেষ্টা জনাব মাহবুব ইজদানি ইমরান , ক্রীড়া  ব্যক্তিত্ব সিপিএমের উপদেষ্টা জনাব মনওয়ার আহমেদ, সি পিএ এমের প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব শাহরিয়ার মোস্তফা তানিম  ও সহ সভাপতি গাজী আবেদ সি পি এ এমের বর্তমনা সভাপতি জনাব ফখরুল ইসলাম রাজু সাধারণ সম্পাদক জনাব ইমামুল হক রিপন,সহ সভাপতি সোহেল আহমেদ ফাহিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান, সহ সাধারণ সম্পাদক সাগর আহমেদ সাংগঠনিক  সম্পাদক মাজারুল ইসলাম রাব্বি  অর্থ সম্পাদক নিয়াজ খান, টুনামেন্ট এর আহবায়ক রুহল আমিন রাহুল, সদস্য সচিব সাদমান সাকিব চৌধুরী, জুসেফ আহমেদ,জসিম মিয়য় ,শাওন আহমেদ সহ সকল খেলোয়াড়,  টিম মালিক ও কর্মকর্তা র‍্যালী
শেষে টুর্নামেন্ট আহ্বায়ক রুহুল আমিন রাহুল বলেন প্রতিবারে মত আবারো ৫১টি দল নিয়ে  মৌলভীবাজার কলেজ স্টেডিয়াম আগামীকাল লিটু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনাব মিছবাহুর রহমান সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা মৌলভীবাজার.. এবং সবাইকে মাঠে এসে খেলার দেখা দাওয়াত দেন,

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন