লন্ডনে ছুরিকাঘাতে নবীগঞ্জের যুবক নিহত

জিবি নিউজ ডেস্ক ।।

উত্তর লন্ডনের এনফিল্ডে রোববার রাতে ছুরিকাঘাতে নাহিদ আহমদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এনফিল্ডের হলব্রুক ক্লজের পারসল হাউসের ৯ তলায় মায়ের সঙ্গে বসবাস করতেন নাহিদ। নিহত নাহিদের দেশের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়।

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৪৩ বছর বয়সী এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পারিবারিক সূত্র জানিয়েছে, ঘটনার কিছুক্ষণ আগে মাকে নিয়ে নানার ঘর থেকে ফেরেন নাহিদ। মাকে ঘরের দরোজার কাছে পৌঁছে দিয়ে তিনি গিয়েছিলেন গাড়ি পার্ক করতে। সেখানে গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নাহিদ ছুরিকাহত হন। রাত প্রায় ১২টা ৪০ মিনিটে ঘটনার আগে গাড়ি পার্ক করে টেলিফোনে বন্ধুর সঙ্গে কথা বলছিলেন নাহিদ। এ সময় চিৎকার শুনে তার বন্ধু টেলিফোন করে নাহিদের মাকে নিচে যেতে বলেন। মা নিচে গিয়ে ছেলেকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

ঘটনাস্থলে পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসে তাকে মৃত ঘোষণা করে। নাহিদকে হত্যার দায়ে গ্রেফতারকৃত ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন