এস এম ফজলুঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বডিং থেকে মহিলার মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মহিলার নাম মনোয়ারা বেগম (৪০)। শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ তদন্ত হুমায়ূন কবির জানান, ৩১ অক্টোবর রবিবার বিকেলে সাড়ে ৫টার দিকে শ্রীমঙ্গল নতুনবাজারস্থ টু স্টার বডিং এর একটি কক্ষ থেকে ওই মহিলার মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি জানান, মহিলার শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ওই বডিংএর ম্যানেজার ও কয়েকজন বর্ডারকে থানায় নিয়ে এসেছেন। উদ্ধার হওয়া মনোয়ারা শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শাহীবাগ এলাকায় মৃত নুর মিয়ার স্ত্রী। তিনি নতুন বাজার এলাকায় ঝাড়ু দিতেন এবং মাঝেমধ্যে লেবু বিক্রি করতেন। শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সি জানান, লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন