মৌলভীবাজারে নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এস এম ফজলুঃ

গণপ্রতিনিধিত্ব আদেশের বিদ্যমান দিকনির্দেশনা অনুসারে বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে যেন কমপক্ষে ৩৩% আসনে নারীদের অন্তর্ভুক্ত করা হয়, এবং এই শর্ত পূরণের জন্য সংশ্লিষ্ট নতুন আইনে যেন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়, এই দাবি সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার নারী উন্নয়ন ফোরাম এর উদ্যোগে সংশ্লিষ্ট উপজেলা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গঁনে একটি মানববন্ধন কর্মসূচী পালিত হবে। এবং মানববন্ধ শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ।গত ১ নবেম্বর মৌলভীবাজার সদর নারী উন্নয়ন ফোরাম এর আয়োজনে এবং অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এর সহযোগীতায় উক্ত মতবিনিময় সভায় মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়রম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর সভাপতি শাহীন রহমান এর সভাপতিত্বে এবং অপরাজিতা মৌলভীবাজার সদর এর উপজেলা সমন্নয় কারী সোহেল আহমদ এর সঞ্জালনায় এই সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবরিনা রহমান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মোঃ ফখরুল ইসলাম,জাসদ সভাপতি আব্দুল হক,জেলা সমন্নয়কারী মার্জীনা আক্তার,মনিটরিং অফিসার গোবেজ রত্না।এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অত্র সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগতো মহিলা ইউপি সদস্যবৃন্দ এবং অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এর সকল সদস্য ও স্থানীয় পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দরা।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্যঃ ২০০৯ সালে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ জেলা, উপজেলা প্রভৃতি পর্যায়ের কমিটিতে ২০২০ সালে ৩৩% নারীর প্রতিনিধিত্ব থাকার কথা এবং এই লক্ষ্যমাত্রা ২০২০ সালে অর্জিত হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি অর্জিত হয় নি এবং এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন সংক্রান্ত আইন, ২০২০ প্রণয়নের কাজ চলছে যেখানে কমিটিসমূহে ৩৩% নারীর প্রতিনিধিত্ব থাকার বিধান রাখা হলেও এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয় নি। উল্লিখিত প্রেক্ষাপটে অপরাজিতা নামক একটি প্রকল্পের সহায়তায় দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত ৬০ টি উপজেলায় নারী উন্নয়ন ফোরামসমূহের উদ্যোগে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করার পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের উন্নয়ন সংস্থা এসডিসির অর্থায়নে ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন নামক একটি সংস্থার তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় দেশের মোট আটটি বিভাগের ষোলটি জেলার ৬২টি উপজেলার ৫৪১টি ইউনিয়নে স্থানীয় পর্যায়ে নির্বাচিত ও সম্ভাব্য নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে, যে কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে চারটি সহযোগী সংস্থার মাধ্যমে, যেগুলি হল খুলনা ও বরিশাল বিভাগে রূপান্তর, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে খান ফাউন্ডেশন, সিলেট বিভাগে প্রিপ ট্রাস্ট এবং রংপুর বিভাগে ডেমোক্রেসিওয়াচ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন