এস এম ফজলুঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের বিশেষ অভিযানে ২০০ লিটার ওয়াশ ও একটি গাঁজা গাছ সহ একজন আসামিকে গ্রেফতার করা। গত (১ নবেম্বর) ২০২১তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ হাবিব তৌহিদ ইমাম এর সার্বিক তত্ত্বাবধানে ও ইন্সপেক্টর অমর কুমার সেন এর নেতৃত্বে ও বিভাগীয় স্টাফদের সমন্বয়ে রেইডিং টিম গঠন করে কুলাউড়া থানাধীন দিলদারপুর চা বাগানের বাংলা টিলার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০০ লিটার ওয়াশ ও একটি গাঁজা গাছ সহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর নাম করুন নায়েক (৩৫) পিতা-মৃত নগেন নায়েক, মাতা-জবা নায়েক, সাং-দিলদারপুর চা বাগান বাংলাটিলা, থানা – কুলাউড়া, জেলা-মৌলভীবাজার।এবং অপর একজন আসামি বনমালী নায়েক(৪৫), পিতা- মৃত পবন নায়েক পলাতক রয়েছে। আসামিদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন