মৌলভীবাজারে ২০০ লিটার ওয়াশ ও গাঁজা গাছ সহ গ্রেফতার ১

এস এম ফজলুঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের বিশেষ অভিযানে ২০০ লিটার ওয়াশ ও একটি গাঁজা গাছ সহ একজন আসামিকে গ্রেফতার করা। গত (১ নবেম্বর) ২০২১তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ হাবিব তৌহিদ ইমাম এর সার্বিক তত্ত্বাবধানে ও ইন্সপেক্টর অমর কুমার সেন এর নেতৃত্বে ও বিভাগীয় স্টাফদের সমন্বয়ে রেইডিং টিম গঠন করে কুলাউড়া থানাধীন দিলদারপুর চা বাগানের বাংলা টিলার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০০ লিটার ওয়াশ ও একটি গাঁজা গাছ সহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর নাম করুন নায়েক (৩৫) পিতা-মৃত নগেন নায়েক, মাতা-জবা নায়েক, সাং-দিলদারপুর চা বাগান বাংলাটিলা, থানা – কুলাউড়া, জেলা-মৌলভীবাজার।এবং অপর একজন আসামি বনমালী নায়েক(৪৫), পিতা- মৃত পবন নায়েক পলাতক রয়েছে। আসামিদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন