জিবি নিউজ 24 ডেস্ক //
‘বুড়িগঙ্গার পানি কীভাবে খেতে পারি, সে ব্যবস্থার পরিকল্পনা আমরা করেছি। সে অনুযায়ী কাজও করছি। এই পানি যেন খাওয়া যায় সেই ব্যবস্থা করবো।’
মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষি প্রকৌশল বিভাগ, আইইবি আয়োজিত ‘টেকসই কৃষি উন্নয়নের জন্য বর্জ্য পানি চিকিৎসা এবং ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বুড়িগঙ্গার পানি যেন মানুষ খেতে পারে তোমরা সেই ব্যবস্থা কর। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। নারায়ণগঞ্জে অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। আমরা নদীর দুই ধারের সৌন্দর্য বৃদ্ধি করছি।
এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাসযোগ্য করে যাবেন। ২১০০ সালে আমরা কেউ থাকব না। কিন্তু তখন বাংলাদেশ কেমন হবে, সেই পরিকল্পনা নিয়েই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
বিশ্বের কোনো দেশ থেকেই এখন বাংলাদেশ কোনোভাবেই পিছিয়ে নেই মন্তব্য করে তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যখন ডিজিটাল বাংলাদেশ করার ঘোষণা দেয়, তখন বিএনপি কটাক্ষ করেছিল। অথচ দেখেন, আজকে ছেলে-মেয়েরা ঘরে বসে ক্লাস করছে। সেই বিএনপির আমলে যখন আড়াই লাখ টাকা দিয়ে একটা মোবাইল কিনতে হতো, আমরা যদি এখন সেখানেই থাকতাম তবে কী হতো? আমরা তো সেখানে নাই। এখন সবার হাতে মোবাইল। আমরা উন্নতি করছি।
করোনা ও বন্যার সময় না খেয়ে একজন মানুষও মারা যায়নি মন্তব্য করে উপমন্ত্রী বলেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী পৃথিবীতে সেরা প্রধানমন্ত্রী। দেশের জন্য তিনি ঝুঁকি নেন। তার কাজ করার স্পৃহা আছে। সাহস আছে। তার প্রমাণ পদ্মা সেতু। পদ্মাসেতু চালু হলে আমাদের জিডিপি ডাবল ডিজিটে চলে যাবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা চারবারের প্রধানমন্ত্রী। তার গোটা পরিবারই বাংলাদেশকে নিয়ে চিন্তা করছেন। একটা পরিবার আন্তর্জাতিক মানের চিন্তা করে। যারা চাকরি করেন বিদেশে, কিন্তু চিন্তা করেন বাংলাদেশ নিয়ে। তার প্রমাণ সজীব ওয়াজেদ জয়। অথচ আমাদের কিছু মানুষ চাকরি করে দেশে, আর বাড়িঘর করে বিদেশে।
প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণ প্রসঙ্গে উপমন্ত্রী বলেন, বিশ্বের সব ক্ষমতাবান প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টদের চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী জাতিসংঘে বক্তব্য রাখছেন। কারণ, বঙ্গবন্ধু বলেছিলেন বিশ্ব দুই শিবিরে বিভক্ত, শোষক ও শোষিত। আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধুর এই কথাটি প্রধানমন্ত্রী ধারণ করেছেন।
বিএনপির কোনো রাজনীতি নেই মন্তব্য করে শামীম বলেন, তারা ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে। বিরোধী দলে এসে মানুষ মেরেছে। মির্জা ফখরুলকে আমি বলতে চাই, আপনারা বলেন সরকার ব্যর্থ, আমি বলি ‘আপনারাও ব্যর্থ বিরোধী দলের পরিচয় দিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন