সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে: তাপস

জিবি নিউজ 24 ডেস্ক //

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ দেওয়ার প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৩ নভেম্বর) রাজধানীর কলাবাগানে খেলার মাঠ ও মাঠ সংলগ্ন শহীদ শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

 

মেয়র বলেন, ধানমন্ডি খালের বিভিন্ন অংশ দখল হয়ে গিয়েছে। সেগুলো দখলমুক্ত করতে ইতোমধ্যে কাজ শুরু করেছি। ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী ধানমন্ডি লেকের যে নকশা করে দিয়েছিলেন, সেই নকশা অনুযায়ী লেকের নান্দনিক পরিবেশ পুনরুদ্ধারে কাজ চলছে।

 

তিনি বলেন, ‘‘দায়িত্ব নেওয়ার প্রথম দিন একটি বার্তা দিয়েছি, ‘সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করব।’ পর্যায়ক্রমে সেই কার্যক্রম হাতে নিয়েছি এবং তাদের উচ্ছেদ করে চলেছি। আপনারা জানেন, ওয়াসার কাছ থেকে খালগুলো পাওয়ার পর ব্যাপকভাবে আমরা দখলমুক্ত করেছি।’’

দায়িত্ব পাওয়ার পর যে সকল খাল থেকে বর্জ্য ও পলি অপসারণ করা হয়েছে তার মধ্যে অনেক খালের অনেক জায়গায় ইতোমধ্যে ভরাট হয়ে গিয়েছে উল্লেখ করে মেয়র বলেন, পহেলা জানুয়ারি থেকে আবারও খাল পরিষ্কার কার্যক্রম হাতে নেবো।

তাপস আরও বলেন, আজ আমরা কলাবাগান মাঠ ও মাঠ সংলগ্ন এই পার্কটি উদ্বোধন করেছি। এখানে বাচ্চারা আসতে পারবে। খেলাধুলার জন্য বিভিন্ন সরঞ্জামাদি দেওয়া হয়েছে। এর মাধ্যমে অত্র এলাকার দীর্ঘ প্রতীক্ষিত, উপভোগ্য জায়গাটি উন্মোচিত হলো। সকলে পরিবার-পরিজন নিয়ে এখানে আসতে পারবে, ঘুরতে পারবে, খেলতে পারবে।

এসময় অন্যান্যের মধ্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহমদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এর আগে মেয়র বনানী কবরস্থানে জাতীয় চার নেতার সমাধি সৌধ, ধানমন্ডি-৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ধানমন্ডি লেকের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন।

ধানমন্ডি লেক পরিদর্শনকালে মেয়র লেক দখল করা স্থাপনাসমূহের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ, লেকের পরিবেশগত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে নানাবিধ দিকনির্দেশনা দেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন