জাল কাবিননামায় বিয়ে ; তিন বছর ধরে ধর্ষণের অভিযোগে মামলা

ইয়ানূর রহমান : জাল কাবিননামায় বিয়ে করে তিন বছর ধর্ষণের অভিযোগে
মামলাযশোরে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে।

বুধবার ঝিকরগাছা উপজেলার মহেশপুর গ্রামের নুর ইসলামের মেয়ে রেবেকা
সুলতানা পারভিন ওরফে রেবেকা খাতুন বাদী হয়ে এ মামলা করেন। আসামি আনোয়ার
হোসেন মিন্টু বগুড়া জেলার গন্ডগ্রামের মতিন চৌধুরীর ছেলে। নারী ও শিশু
নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফার শিরীন অভিযোগটি আমলে
নিয়ে সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০১৩ সালে আসামির সাথে বাদীর বিয়ে হয়। বিয়ের
পর থেকেই আসামি আনোয়ার হোসেন মিন্টু বাদীকে শারীরিক ও মানসিকভাবে
নির্যাতন করতে থাকে। বাধ্য হয়ে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি মিন্টুকে তালাক
দেয় বাদী। চারমাস পর ১ জুলাই মিন্টু বাদীর বাড়িতে এসে ক্ষমা চায়। বাদী
বিশ্বাস করে মিন্টুকে ক্ষমা করে দেয়।

এরপর পূনরায় তাদের বিয়ের নামে একটি নীল রঙের কাগজে সাক্ষর করিয়ে নেয়া হয়।
এরপর ফের বাদীকে নিজের বাড়িতে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে মিন্টু।
এরপর থেকে তিনি মিন্টুর কাছে একাধিকবার কাবিননামা চাইলে আজ না কাল বলে
ঘুরাতে থাকে। এক পর্যায়ে বাদী মিন্টুর সংসার ছেড়ে বাবার বাড়ি যশোরের
ঝিকরগাছায় চলে আসে।

সর্বশেষ গত ২০ অক্টোবর আাসামি ঝিকরগাছায় বাদীর বাড়িতে আসে। এসময় বাদীর
পিতা তার কাছে কাবিননামা চায়। এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু বাদীকে মারপিট করে
এবং সে স্বীকার করে তাদের বিয়ে হয়নি। প্রতারণার আশ্রয় নিয়ে বিবাহ
বহির্ভূতভাবে একাধিকবার তাকে ধর্ষণের অভিযোগে এ মামলা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন