রিপোর্ট : রোমানা আক্তার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েরর অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল কবিরকে অবসরকালীন ছুটি উপলক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা সম্মাননা প্রদান করেছে।
ভোক্তা অধিদপ্তর জেলা কার্যালে আয়োজিত বিদায় সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমেদ চৌধুরী, জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা হিসাব রক্ষণ অফিসের জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স কর্মকর্তা মো: এখলাছুর রহমান জেলা গোয়েন্দা ডিপার্টমেন্টের উপপরিচালক বিশ্বজিৎ, রেডিও পল্লী কন্ঠের ম্যানেজার মেহেদি হাসান বিএনএসবির ম্যানেজার এহসানুল মান্নান, প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের উপপরিচালক ডা. মো: হেদায়েতুল্লা, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইউসুফ প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন