জিবি নিউজ 24 ডেস্ক //
দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর এক বিশেষ সাধারণ সভা গত ২ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্টিত হয়েছে। ট্রাস্টের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান লাভলু’র পরিচালনায় ও সভাপতি তহুর আলীর সভাপতিত্বে সভা শুরু হয় মাওলানা আ ফ ম শুয়াইব এর পবিত্র কোরআন দেলাওয়াত এর মধ্য দিয়ে।
দেশের বিভিন্ন শহর থেকে আসা প্রায় শতাধিক ট্রাষ্টিদের অংশগ্রহনে ট্রাষ্টের বিশেষ সাধারণ সভায় সকলের সর্বসম্মতিক্ষমে সংবিধানের কিছু ধারার পরিবর্তন সহ গুরত্বপুর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মিল্টন কিংস কাউন্সিলে মেয়র মোহাম্মদ খান।
এ সময় তিনি বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই সবার ভালো কাজে সম্পৃক্ত হওয়া প্রয়োজন।দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ইউনিয়নের হতদরিদ্র মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবী রাখে।
সভায় আরো উপস্হিত ছিলেন, ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলির সদস্য কবির উদ্দিন, আব্দুল আজিজ, কাউন্সিলর সদ্দরুজ্জামান খান, মইজুল ইসলাম শাহজাহান ,আলা উদ্দিন, হাজি ইসহাক আলী।এছাড়া উপস্হিত ছিলেন
হাজি সিরাজুল ইসলাম,আব্দুল হক নুনু, অধ্যাপক মাসুদ আহমেদ, নেসার আলী সমছু, দেলওয়ার খান, মো: আবুল কালাম,আলমাছ খান, এম খান মানিক ,আনসার উদ্দিন, বদরুল হোসেন জুনা, আব্দুল খালিক, জয়নাল আহমদ খান,আবুল ফয়েজ, বদরুল আলম ,হাবিবুর রহমান হাবিব, মকবুল আলী,আব্দুর রহিম,মাওলান আ ফ ম শুহাইব, মাওলানা মুক্তার হোসাইন,সাইদুল আলম চৌধরী, ফয়জুর রহমান ফয়েজ, আব্দুল খালিক, সেলিম মিয়া, ইকবাল আহমেদ, আব্দুস সাত্তার ইমন, মো: নাসির হোসাইন খান, শাহ একলিম হোসাইন, সোলায়মান উল্লাহ,আব্দুস শহীদ, মিছবাহ আহমেদ, জুবায়ের আহমেদ, কামরুল আলী সহ প্রমূখ।
মহামারী করোনায় আক্রান্ত হয়ে সংগঠনের ট্রাষ্টি মখলেছুর রহমান,পিয়ারা বেগম সহ যারা মারা যান তাদের রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন