মৌলভীবাজারের কমলগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মো.আছকর বক্স (৫২)নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (৫নভেম্বর)সকাল সাড়ে ১১টায় উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বালিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছকর বখস উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত এলাহী বখসের ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক পারাপারের সময়ে দ্রুত গতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয় এসময়ে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন সেই পথচারী।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই হায়দর বখস ও স্থানীয় ইউপি সদস্য সুরমান মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন