মৌলভীবাজার প্রতিনিধি॥
গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমে আওতায় সমাজের তৃনমুল পর্যায়ে শব্দকর সমাজের জীবন মান উন্নয়নে উন্মক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৬ নভেম্বর) দুপরে শনিবার জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্মক্ত উঠান বৈঠক অনুষ্টিত হয়। মৌলভীবাজার সদর উপজেলার দেবাই জগতসী ও রংদাশ শব্দকর পাড়ার সীতারানী কর এর সভাপতিত্বে উন্মক্ত উঠান বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক মো: আনোয়ার হোসেন, এস,এ হামিদ,নজরুল ইসলাম মুহিব কামরুন নাহার, শান্তি রানী কর,স্বপ্না রানী কর প্রমুখ। উন্মক্ত উঠান বৈঠক দুইটিতে পৃথকভাবে দুই শতাধিক মহিলা অংশ গ্রহন করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন