টি-টেনের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলা টাইগার্স

জিবি নিউজ 24 ডেস্ক //

চলতি বছরের ১৯ নভেম্বরে শুরু হচ্ছে টি-টেন লিগের পঞ্চম আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামতে যাচ্ছে বাংলা টাইগার্স। দ্বিতীয় ম্যাচে টিম আবুধাবির বিপক্ষে খেলবে তারা। এর আগে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল। অর্থাৎ নর্দান ওয়ারিয়র্স বনাম দিল্লি বুলসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টেন লিগের এবারের আসরের।

 

জনপ্রিয় এই ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্টের এবারের আসরে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। যেখানে ১৫ দিনে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৩৫টি। টি-টেন লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। গ্রুপ পর্বে প্রত্যেকটি দল নিজেদের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।

এই পর্বের শীর্ষ চার দল খেলবে পরের পর্বে। যেখানে শীর্ষ দুই দল খেলবে কোয়ালিফায়ারে। আর পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটরে। প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল চলে যাবে সরাসরি ফাইনালে। আর পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে লড়বে প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী দলের বিপক্ষে।

বাংলা টাইগার্স দল: ফাফ ডু প্লেসিস (আইকন), শহিদ আফ্রিদি, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ আমির, বেনি হাওয়েল, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, ইসুরু উদানা, কাইস আহমেদ, চিরাগ সুরি, জেমস ফকনার, অ্যাডাম লিথ, উইল জ্যাকস, উইল স্মেড, হাসান খালিদ ও সাবির রাও।

বাংলা টাইগার্সের ম্যাচের সূচি:

ডে ওয়ান- বাংলা টাইগার্স বনাম টিম আবুধাবি

ডে টু - বাংলা টাইগার্স বনাম দিল্লি বুলস

ডে থ্রি- বাংলা টাইগার্স বনাম নর্দান ওয়ারিয়র্স

ডে ফাইভ- বাংলা টাইগার্স বনাম দ্য চেন্নাই ব্রেভস

ডে সেভেন- বাংলা টাইগার্স বনাম ডেকান গ্লাডিয়েটরস

ডে এইট - বাংলা টাইগার্স বনাম টিম আবুধাবি

ডে নাইন- বাংলা টাইগার্স বনাম চেন্নাই ব্রেভস

ডে টেন- বাংলা টাইগার্স বনাম দিল্লি বুলস

ডে টুয়েলভ - বাংল টাইগার্স বনাম ডেকান গ্লাডিয়েটরস

ডে থার্টিন- বাংলা টাইগার্স বনাম নর্দান ওয়ারিয়র্স

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন