জিবি নিউজ 24 ডেস্ক //
২০১৫ সালে বিয়ে হয় শাহিদ কপূর এবং মীরা রাজপুতের। এখন দুই সন্তানের অভিভাবক তারা। নিজেদের বিবাহ-পরবর্তী প্রেমের রোমাঞ্চকর গল্প, রাগ-অনুরাগের কথা বার বার তুলে ধরেন শাহিদ-মীরা। এবার আরো এক মজার গল্প প্রকাশ করলেন শাহিদ-পত্নী। মীরার কলেজের এক বান্ধবী তারই স্বামীর প্রতি দুর্বল ছিলেন। মীরার সঙ্গে সেই নিয়ে কথাও বলেছিলেন তিনি।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মীরাকে প্রশ্ন করা হয়েছিলো, বিয়ের আগে শাহিদের ছবি দেখে মীরার কখনো তার প্রতি ভালো লাগা তৈরি হয়েছিলো? এর উত্তরে মীরা জানান, তার এক বান্ধবী শাহিদকে পছন্দ করতেন। মীরার কাছে মাঝে মধ্যেই সেই গল্প করতেন বান্ধবী। বলতেন, ‘তুমি জানো, স্কুলে পড়ার সময় থেকেই আমি শাহিদকে পছন্দ করতাম?’ তখন শাহিদকে নিয়ে কোনো রকম উত্তেজনা ছিলো না মীরার। তার কথায়, শাহিদ তো তখনো আমার জীবনের অংশ নয়।
তারপরেই একেবারে ২০১৫ সাল। শাহিদের সঙ্গে মীরার বিয়ে স্থির হয়। সে কথা জেনে সেই বান্ধবী উত্তেজনায় বিহ্বল হয়ে উঠেছিলেন। কিন্তু কোনো রকম মনোমালিন্যের অবকাশ তৈরি হয়নি। মীরা, শাহিদ এবং মীরার বান্ধবী, বান্ধবীর স্বামী এই ঘটনার কথা মনে করে বার বার হেসে ওঠেন। একসঙ্গে বসে তা নিয়ে স্মৃতিচারণও হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন