জিবি নিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাইজদিহি পাহাড়ে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহতের পরিচয় পুলিশ ও র্যাব নিশ্চিত করতে পারেনি। এ ঘটনায় র্যাবের তিনজন সদস্য আহত হয়েছেন। রোববার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা জানান, আজ ভোর রাতে শ্রীমঙ্গল মাইজদী পাহাড়ি এলাকায় টহল কালে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়লে র্যাবের পক্ষ থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। এসময় তাদের কোম্পানির তিন সদস্য আহত হন।
তিনি আরও বলেন, গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। এদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। লাশ দুটি শ্রীমঙ্গল থানায় একটি এম্বুলেন্সের ভিতরে রাখা হয়েছে।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহতরা কমলগঞ্জের আলোচিত নাজমুল হত্যার ২ আসামী। নিহতরা হলেন তোফায়েল ও শহিদ তবে পুলিশ বা র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক অপারেশন নয়ন কারকুন বলেন, আমরা হাসপাতাল থেকে ২টি লাশ উদ্ধার করেছি। তাদের পরিচয় মেলেনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন