ছিটকে গেলেন রয়, বিশ্বকাপ দলে ভিন্স

জিবি নিউজ 24 ডেস্ক //

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ব্যাটিং করার সময় ইনজুরিতে পড়েছিলেন জেসন রয়। ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডানহাতি এই ওপেনার। রয়ের বদলি হিসেবে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন জেমস ভিন্স।

শনিবার (৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ইংল্যান্ড হেরেছিল মাত্র ১০ রানে। এই ম্যাচে ব্যাটিং করার সময় ইনজুরিতে পড়ায় ১৫ বলে ২০ রান করে রিটায়ার্ড হাট হয়ে মাঠ ছেড়েছিলেন রয়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দল।

 

এদিন বড় রান করতে পারেননি দলের কেউই। শেষ পর্যন্ত ইংল্যান্ড জয়ের কাছাকাছি গিয়ে ম্যাচ হারলেও আর ব্যাটিংয়ে নামতে পারেননি এই ইংলিশ ওপেনার। যা ভুগিয়েছে দলকে। বিশ্রামে রাখা হলেও ইনজুরি থেকে সেরে উঠা হয়নি রয়ের। তাতে ছিটকে যেতে হলো বিশ্বকাপ থেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ৫ ম্যাচে ১২৩ রান করেছেন রয়। ডানহাতি এই ওপেনারের বদলি হিসেবে জায়গা পাওয়া ভিন্স এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে একটি সেঞ্চুরিও রয়েছেন তাঁর। রিজার্ভ ক্রিকেটার হিসেবে আগে থেকেই দলের সঙ্গে ছিলেন ভিন্স।

এর আগে উরুর চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন টাইমাল মিলস। বাঁহাতি এই পেসারের বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন রিচ টপলি। এবারের রয়ের ইনজুরিতে বেশ ভালোভাবেই ভুগতে হতে পারে ইংল্যান্ডকে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন