জিবি নিউজ 24 ডেস্ক //
রাজধানীর চকবাজারের যাদব দাস লেনের ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘণ্টার প্রচেষ্টায় মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান মোহাম্মদ আজাদ আগুন নিয়ন্ত্রণের খবর নিশ্চিত করেন।
এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম বলেন, ৯টি ইউনিটের সোয়া দুই ঘণ্টার প্রচেষ্টায় চকবাজারের যাদব দাস লেনের ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
আগুনে ক্ষয়ক্ষতির কোনো হিসাব এখনো পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় চকবাজারে এসকে টাওয়ারের ছয় তলা ভবনের তিন তলায় আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়ভাবে জানা গেছে, ৬ তলা ভবনে আগুন লাগার পরপরই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাড়াহুড়ো করে নিচে নেমে আসে। ভবনের তিন তলায় ওই গোডাউনে বিপুল পরিমাণ প্লাস্টিক দ্রব্যাদি রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন