টেস্ট-ওয়ানডেতে নেতৃত্ব ছাড়বেন না কোহলি, প্রত্যাশা শেবাগের

জিবি নিউজ 24 ডেস্ক //

সম্প্রতি টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। ওয়ানডেতেও অধিনায়কত্ব হারাচ্ছেন কোহলি- এমন গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে। যদিও বীরেন্দর শেবাগ বলছেন, বাকি দুই সংস্করণে নেতৃত্ব ছাড়া উচিত হবে না তাঁর। কোহলির নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি খেলেছে ৫০টি। যেখানে জয়ের পাল্লাটাই ভারী কোহলির দলের। ৩০ জয়ের বিপরীতে ভারতের হার ১৬ ম্যাচে। ওয়ানডে এবং টেস্টেও দাপটের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন তিনি। টেস্টে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩৮টি ম্যাচে ভারতকে জিতিয়েছেন কোহলি। আর ওয়ানডেতে ৯৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ভারতকে ৬৫টি ম্যাচ জিতিয়েছেন তিনি।

 

কোহলির অধিনায়কত্ব প্রসঙ্গে শেবাগ বলেন, ‘এটা বিরাটের সিদ্ধান্ত। কিন্তু আমি মনে করি বাকি দুই সংস্করণে তার অধিনায়কত্ব ছাড়া উচিত হবে না। সে চাইলে শুধুই একজন খেলোয়াড় হিসেবেও দলে খেলতে পারে, এটা তার ওপর নির্ভর করছে।’

ভারতের সাবেক এই ক্রিকেটার কোহলির নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘আমি মনে করি, তার নেতৃত্বে ভারত ভালো খেলেছে এবং অধিনায়ক হিসেবে তার পরিসংখ্যানও দুর্দান্ত। সে একজন দারুণ ক্রিকেটার এবং আক্রমণাত্মক অধিনায়ক, যে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়।’

কোহলির নেতৃত্বে তিন সংস্করণের ক্রিকেটেই আইসিসি টুর্নামেন্ট খেলেছে ভারত। কিন্তু এখনও কোনো বৈশ্বিক ট্রফি জিততে পারেনি দল। কোহলি ম্যাচ জয়ের হিসবে সফল অধিনায়কদের একজন হলেও বৈশ্বিক আসরে ব্যর্থ হয়েছেন একাধিকবার। যদিও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে টেস্ট দলকে দারুণ সাফল্য এনে দিয়েছেন তিনি।

শেবাগ বলেন, ‘আমি আবারও বলছি, ওয়ানডে ও টেস্টে অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটা একান্তই তার ওপর নির্ভর করছে। খারাপ সময়ে আমাদের সবারই দলের পাশে থাকা উচিত কিন্তু এটাও ঠিক লম্বা সময় ধরে আমরা কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে পারিনি।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন