জিবি নিউজ 24 ডেস্ক //
বিয়ে করেছেন শান্তিতে নোবেল পুরস্কার নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই।
যুক্তরাজ্যের বার্মিংহামের বাড়িতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন মালালা।
যিনি পাকিস্তানে নারীদের শিক্ষার অধিকারের পক্ষে কথা বলায় প্রায় এক দশক আগে তালেবানের হাতে প্রাণ হারাতে বসেছিলেন।
মঙ্গলবার বিকেলে মালালা টুইট করে তার নিজের বিয়ের কথা জানান। সেই টুইটে স্বামী ও মা-বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবিও তিনি যুক্ত করে দিয়েছেন।
স্বামীর বিস্তারিত পরিচয় না দিয়ে তিনি তার নাম লিখেছেন ‘আসার’। উচ্ছ্বসিত মালালা আরো লিখেছেন, ‘আমাদের জন্য প্রার্থনা করবেন। সামনের পথটুকু একসঙ্গে চলার জন্য অধীর হয়ে আছি।’
সম্প্রতি বিয়ে নিয়ে করা মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছিলেন মালালা। এর মধ্যে তিনি বিবাহ সম্পন্ন করার ঘোষণা দিলেন।
বিখ্যাত মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর ব্রিটিশ সংস্করণের প্রচ্ছদে এক সাক্ষাৎকারে মালালা বলেছিলেন, কাগজে-কলমে বিয়ে করা ছাড়াও দু’জন মানুষের মধ্যে আজীবন পার্টনারশিপের সম্পর্ক হতে পারে। এই মন্তব্য করে মালালা পাকিস্তানে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন