বিশ্বশান্তি রক্ষায় পুলিশ, ভূয়সী প্রশংসা জাতিসংঘের

জিবি নিউজ 24 ডেস্ক //

শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদান এবং কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রশংসা করেছেন জাতিসংঘের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রান্সিস সন্ডার্স।

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ প্রশংসা করেন। বুধবার (১০ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে তাদের সাক্ষাৎ হয়।

 

এ সময় ফ্রান্সিস সন্ডার্স জাতিসংঘের জেন্ডার প্যারিটি অনুযায়ী শান্তিরক্ষা মিশনে আরও বেশি সংখ্যক নারী পুলিশ পাঠানো এবং পরিবেশ সংরক্ষণে রিনিউয়েবল এনার্জি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

বেনজীর আহমেদ বলেন, বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশিরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। করোনার মহামারির মধ্যেও বাংলাদেশের শান্তিরক্ষীরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান পুলিশের মহাপরিদর্শক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ডিআইজি (অপারেশনস, মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার বিগ্রেডিয়ার জেনারেল মো. সাদেকুজ্জামান ও এআইজি (ইউএন অ্যাফেয়ার্স অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন