মৌলভীবাজার প্রতিনিধি ॥
মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সূচনা কনসোটিয়াম এর সহযোগীতায় অভিজ্ঞতা বিনিময় ও সমাপনি সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল (১০ নভেম্বর) সকালে একাটুনা ইউনিয়ন পরিষদের হল রুমে এই সমাপনি সভা অনুষ্টিত হয়।
একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান এর সভাপতিত্বে ও সুচনা কর্মসুচীর (জিসিডিও) ওয়াহীদুজ্জামান এর পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান।
বিশেষ অতিথি ছিলেন সূচনা কর্মসূচীর ডিস্ট্রিক ম্যানেজার আবু হান্নান,কাজি আলম,সৌরভ কান্তি রায়,সফিকুর রহমান,শাহাদাত হুসেন। বক্তব্য রাখেন সুমিত্রা,পার্বতী রাণী বৈদ্য,প্রভাতি বৈদ্য প্রমুখ।
বক্তারা বলেন মা ও শিশু কিশোরিদের পুষ্টি উন্নয়ন ও গ্রামীন মহিলাদের সাবলম্বী করতে হাঁস,মুরগ,ছাগল,ভেড়া,মাছচাষ,সবজি চাষ ইত্যাদি কাজে সুচনা সহায়তা প্রদান করছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন