বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান উঠলে দুবাই যাবেন ইমরান

জিবি নিউজ 24 ডেস্ক //

রেকর্ড বা পরিসংখ্যানে এগিয়ে থাকার আত্মবিশ্বাস নিয়ে বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে পাকিস্তান। বিশ্বকাপের ফাইনালেও খেলার অভিজ্ঞতা বেশি আছে দলটির। দুবার ফাইনালে খেলেছে পাকিস্তান। অন্যদিকে একবার খেলেছে অস্ট্রেলিয়া।

এই ম্যাচে জিতে যদি পাকিস্তান ফাইনালে পৌঁছে যায়, তাহলে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ফাইনাল ম্যাচ দেখতে দুবাই যাবেন বলে জানা গেছে।

 

পাকিস্তান সরকারের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই খবর জানাচ্ছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম এআরওয়াই নিউজ। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রত্যাশিত এ সফরের সময়সূচী নির্ধারণ করা হয়েছে।

শুধু ইমরান একা নন, পাকিস্তান ফাইনালে উঠলে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরীও তার সঙ্গে দুবাই সফরে যাবেন। তবে সবকিছুই আজকের অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের ওপর নির্ভর করছে।

বিশ্বকাপের দুইবারের ফাইনালিস্ট দল পাকিস্তান। আজ অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলে শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে তিনটি ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করবে তারা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন