জনসনের টিকায় মেরুদণ্ডে প্রদাহ দেখা দিতে পারে

জিবি নিউজ 24 ডেস্ক //

জনসন অ্যান্ড জনসনের উন্নয়ন করা করোনার এক ডোজের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মেরুদণ্ডে প্রদাহ দেখা দেয়।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) এ তথ্য জানিয়েছে।

 

সংস্থাটি জানিয়েছে, এ ধরনের গুরুতর স্নুায়ুজনিত রোগের তথ্য আস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসনের টিকার ট্রায়ালের মাঝামাঝি সময়ে জানানো হয়েছিল। দুটি প্রতিষ্ঠানই একই প্রযুক্তি ব্যবহার করে টিকার উন্নয়নে।

করোনাভাইরাসের সব টিকার নিরাপত্তাজনিত সর্বশেষ তথ্যের প্রকাশ করে ইএমএ জানিয়েছে, তারা মডার্নার টিকা নেওয়ার পর ক্যাপিলারি লিক সিনড্রম নামে একটি বিল রক্তজমাট বাঁধার তথ্য মূল্যায়ণ করছিলেন। তারা এ ধরনের ছয়টি ঘটনার তথ্য রেকর্ড করেছেন এবং সব তথ্য পর্যালোচনা করেছেন। তবে টিকার সঙ্গে এই ক্যাপিলারি লিক সিনড্রম সংক্রান্ত প্রতিবেদনের আনুষ্ঠানিক যোগসূত্র রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ক্যাপিলারি লিক সিনড্রডের বেলায় ক্ষুদ্র রক্তনালীর ছিদ্রপথ দিয়ে রক্ত বের হয়, যা ফুলে যাওয়ার উপসর্গ সৃষ্টি করে এবং রক্তচাপ কমিয়ে ফেলে। আস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের টিকা নিলে এ ধরনের কিছু হয় কিনা সেই বিষয়টিও তারা খতিয়ে দেখেছেন।

ইএমএ জানিয়েছে, অনুমোদন পাওয়া টিকাগুলো মেরুদণ্ডে প্রদাহ উপসর্গের কারণ কিনা তা খতিয়ে দেখছেন তারা। এই উপসর্গটি বিরল হলেও এর কারণে হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, মস্তিস্ক, চামড়া, চোখ কিংবা পেটে জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দেয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন