প্রকাশ্যে গম গবেষণার সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তাকে খুন

জিবি নিউজ 24 ডেস্ক //

রাজধানীতে রাস্তায় প্রকাশ্যে ছুরি মেরে আনোয়ার শহিদ (৭৫) নামের গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক এক কর্মকর্তাকে খুন করা হয়েছে। তিনি গম গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ১২-১৩ বছর আগে অবসরে যান।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর আদাবর থানা এলাকার শ্যামলীর হলিল্যান্ড গলিতে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

 

শুক্রবার (১২ নভেম্বর) আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহিদুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, নিহত আনোয়ার শহীদ বোনের বাসায় থাকতেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শ্যামলীর হলিল্যান্ড গলি দিয়ে তিনি যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত একজন ব্যক্তি দৌড়ে গিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে নিহতের পরিবার একটি হত্যা মামলা করেছে। তবে এখনও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, আনোয়ার শহীদ সর্বশেষ জয়দেবপুরে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুরের দশ মাইল এলাকায় গম গবেষণা ইনস্টিটিউটে প্রায় ১৫ বছর চাকরি করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন