জিবি নিউজ 24 ডেস্ক //
ইরানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৪ নভেম্বর) দেশটির দক্ষিণের প্রদেশ হরমুজানের বন্দর আব্বাস শহরে এই কম্পন অনুভূত হয়েছে।
ইউরোপিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৬ দশমিক ১ নির্ধারণ করা হয়েছিল। এর এটি ৬ দশমিক ৫ মাত্রার কম্পন ছিল বলে জানানো হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, প্রদেশের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষনিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন