আমি কখনোই বিয়ের বিপক্ষে ছিলাম না: মালালা

জিবি নিউজ 24 ডেস্ক //

বিয়ের বিপক্ষে কখনোই ছিলেন না বলে জানিয়েছেন শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কারজয়ী নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইৗ। শুধু বিষয়টি নিয়ে কিছুটা উদ্বেগ ছিলো তার।

চলতি বছরের জুলাইয়ে ব্রিটিশ সাময়িকী ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা বলেছিলেন, আমি বুঝি না মানুষ কেন বিয়ে করে। কাউকে জীবনসঙ্গী হিসেবে চাইলে বিয়ের দলিলে কেন সই করতে হবে? এটি শুধু পার্টনারশিপ (অংশীদারত্ব) কেন হতে পারে না?

 

এই মন্তব্যের জেরে সেসময় ব্যাপক সমালোচনার মুখে পড়েন পাকিস্তানি তরুণী। গত সপ্তাহে এক পাকিস্তানি যুবককে বিয়ে করেছেন জানানোর পর আবারো সমালোচনার তীরে বিদ্ধ হন মালালা। অনেকেই তাকে ‘সুবিধাবাদী’, ‘ভণ্ড’ বলে মন্তব্য করেন।

তীব্র সমালোচনার মুখে ভোগকে দেওয়া সেই সাক্ষাৎকারের বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন মালালা ইউসুফজাই। নিজের অবস্থান পরিষ্কার করে সদ্যবিবাহিতা বলেছেন, আমি বিয়ের বিপক্ষে ছিলাম না। এ নিয়ে আমার উদ্বেগ ছিলো। বাল্যবিয়ে, জোরপূর্বক বিয়ের খবর বিশ্বজুড়ে অনেক মেয়ের জন্যই সত্য।

রোববার (১৪ নভেম্বর) বিবিসি ওয়ানের ‘দ্য অ্যান্ড্রু মার শো’তে মালালা বলেন, বিয়ের ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্যহীনতা দেখা যায়। পুরুষের তুলনায় নারীরাই বেশি মানিয়ে নেন।

এসময় গোটা বিয়ে ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে নোবেলজয়ী তরুণী বলেন, এই প্রথার অনেকটাই পিতৃতন্ত্র এবং নারীবিদ্বেষ দিয়ে প্রভাবিত। সুতরাং আমরা যে ব্যবস্থার মধ্যে বসবাস করছি, তা নিয়ে এবং আমাদের অবস্থা নিয়ে প্রশ্ন তুলতে হবে। তবে আমি ভাগ্যবতী যে, এমন একজনকে পেয়েছি যে আমার মূল্য বোঝে।

এর আগে, গত ৯ নভেম্বর টুইটারে নিজের বিয়ের কথা জানান মালালা। সেই টুইটে স্বামী ও মা-বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি। উচ্ছ্বসিত মালালা টুইটারে লেখেন, আজ আমার জীবনের মহামূল্যবান একটি দিন। আসার ও আমি সারাজীবনের জন্য গাঁটছড়া বেঁধেছি। আমরা বার্মিংহামের বাড়িতে বিয়ের ছোটখাটো আয়োজন করেছিলাম। আমাদের জন্য দোয়া করবেন। সামনের পথটুকু একসঙ্গে চলতে অধীর হয়ে রয়েছি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন