গোপালগঞ্জে টিকা উৎপাদন প্রক্রিয়া চলছে: স্বাস্থ্যমন্ত্রী

জিবি নিউজ 24 ডেস্ক //

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের কাছে ফাইজার, মডার্না, সিনোফার্মসহ দুই কোটি ৭৫ লাখ টিকা মজুত রয়েছে। দেশে টিকা উৎপাদন কার্যক্রমও শুরু করেছি আমরা। গোপালগঞ্জে টিকা উৎপাদন প্রক্রিয়া চলছে।

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

 

করোনায় বাংলাদেশ স্বস্তিদায়ক জায়গায় রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা করোনা মোকাবিলা করতে পেরেছি। আজ মৃত্যু হয়েছে মাত্র চারজনের। তবে সংক্রমণ কিছুটা বেড়েছে। আমরা মাসখানেক ধরে দেখছি দেশের সংক্রমণ এবং মৃত্যুর হার অনেকটাই একই রকম। আমরা চাই দেশের সংক্রমণ এবং মৃত্যু শূন্যের কোটায় চলে আসুক।

চলতি মাসে তিন কোটি টিকা দেওয়ার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে জাহিদ মালেক বলেন, দেশে করোনা সংক্রমণ কমার অন্যতম কারণ হলো টিকা। আমরা এরই মধ্যে পাঁচ কোটিরও বেশি মানুষকে প্রথম ডোজের টিকা দিয়েছি। তিন কোটির বেশি মানুষকে দিয়েছি দ্বিতীয় ডোজ। দেশে প্রতিদিন গড়ে ১৫ লাখ মানুষ টিকা পাচ্ছে। নভেম্বর মাসে তিন কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। জানুয়ারি মাসের মধ্যে ৭০ ভাগ টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ ও ইউ এস মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্সসহ আরো অনেকে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন